প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০
![শিক্ষক শিক্ষার্থীর মাঝে শৃঙ্খলা ও ঐতিহ্য দুইটি বিষয় থাকা প্রয়োজন](/assets/news_photos/2023/03/16/image-30755.jpg)
চাঁদপুরে আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে দুই পর্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ে পড়াশোনার মান অনেক ভালো। এই বছর পাসের হার ৯৮ ভাগ বিদ্যালয়ের শিক্ষকদের বলবো শিক্ষার্থীদের পরীক্ষার্থী না বানিয়ে শিক্ষার্থী বানাবেন। বাংলাদেশে বর্তমানে ১০ ভাগ ফেল করার মত শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম রয়েছে। কিন্তু যারা পাশ করেছে তাদের কোয়ালিটি কতটুকু পরিপূর্ণ হল সেটি বিবেচনার বিষয় রয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখা কোয়ালিটি চূড়ান্ত করার জন্যে পড়ালেখার পাশাপাশি মাঠে খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। সকল শিক্ষক-শিক্ষার্থীর মাঝে শৃঙ্খলা ও ঐতিহ্য এ দুইটি বিষয় থাকা প্রয়োজন। শিক্ষকদের বলবো শিক্ষার্থীরা যেন দেশীয় সংস্কৃতি আগে রপ্ত করে। ডিসিপ্লিন, কোয়ালিটি অর্জন ও নিজের সংস্কৃতি জানার মাধ্যমে একটি মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষানুরাগী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাশেম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহআলম মল্লিক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা।
দুপুর ১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম, যুগান্তর জেলা প্রতিনিধি মির্জা জাকির, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।