প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
গত ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সহিতুননেছা লায়ন চক্ষু হাসপাতালের (নারায়ণগঞ্জ) সহযোগিতায় এবং নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্স ভিআইপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক শাহীন।
হৃদরোগ বিশেষজ্ঞ এবং নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ নূরুল ইসলামের সভাপ্রধানে এবং হাসপাতালের অ্যাডমিন মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম। উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার সাখাওয়াত সুমন প্রধান, মার্কেটিং ম্যানেজার মোঃ ইউসুফ প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসাপ্রার্থীগণ।
অনুষ্ঠানের সভাপতি ডাঃ নূরুল ইসলাম বলেন, মানবদেহের অতি প্রয়োজনীয় অঙ্গ হলো চোখ। চোখ আছে বলেই প্রকৃতির এতো সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। চোখের অনুভূতি মানুষের মনে প্রশান্তি দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় লায়ন্স ক্লাব সবসময় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আজ আমরা চোখের রোগী দেখবো এবং ছানি অপারেশনের জন্যে রোগী বাছাই করবো। আগামী ১৭ মার্চ এই টিমের তত্ত্বাবধানে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ রোগীর প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতাল নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে নারায়ণপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালে লায়ন ডাঃ মোঃ নূরুল ইসলামসহ মোট ৫ সদস্যের চিকিৎসক টিম চোখের সমস্যায় আক্রান্ত প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।