প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের বেলঘর গ্রামে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্প করেছে হাটিলা ইউনিয়ন ভূমি অফিস। বৃহস্পতিবার দিনব্যাপী এই কর আদায় করা হয়। জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় বিশেষ ক্যাম্প করে ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে।
হাটিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (উপ-সহকারী ভূমি কর্মকর্তা) মোঃ সেলিম হোসেন বকাউল জানান, বৃহস্পতিবার বিশেষ ক্যাম্প করে ২১ হাজার ৩শ’ ৪৭ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে ওয়ার্ডে ওয়ার্ডে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প করা হচ্ছে। এতে কর আদায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন হাটিলা ইউনিয়ন ভূমি অফিসের আফিস সহায়ক নাদিম হোসেন ও মোঃ শফিউদ্দিন কাজী।