শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সাধারণ সম্পাদক পদে লড়ছেন যুগ্ম সচিব হাবিবুর রহমান
প্রবীর চক্রবর্তী ॥

আগামী ৪ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে ঢাকাস্থ উত্তরা অফিসার্স ক্লাবের ২০২৩-২৪-এর নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদগঞ্জের কৃতী সন্তান সরকারের যুগ্ম সচিব হাবিবুর রহমান। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১নং চান্দ্রা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত মোঃ হাবিবুর রহমান ‘দক্ষ মানুষের বিকল্প নাই’ এ স্লোগান সামনে রেখে সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবের উন্নতি সাধনে কাজ করার প্রত্যয় ঘোষণা করেছেন।

উত্তরা অফিসার্স ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী সদস্য, ঢাকাস্থ চাঁদপুর অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি, ঢাকাস্থ উত্তরা চাঁদপুর সোসাইটির সহ-সভাপতি, বাংলাদেশ ক্লাবের সদস্য, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও লিজেন্ড ক্লাবের সদস্য। এছাড়াও তিনি জাইকা এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, উত্তরা ১৪নং সেক্টর সমিতি, চাঁদপুর জেলা সমিতি’র আজীবন সদস্য।

যুগ্ম সচিব হাবিবুর রহমান ৮নং সেক্টর কমান্ডার লেঃ কর্নেল আবু ওসমান চৌধুরী (অবঃ) স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংগঠনিক দক্ষতা অর্জন করতে সক্ষম হন। তিনি আগামী ৪ মার্চের উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাচনে ক্লাব আইডি নং-১১৭-এ সকলের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়