রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ বার্তার ২৫ বছর পূর্তিতে শীতবস্ত্র বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

মাসিক ফরিদগঞ্জ বার্তার ২৫ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি ও সমাজ হিতৈষী লোকজনের মাধ্যমে অসহায় লোকজনের হাতে কম্বল তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর। এ সময় পত্রিকার পাঠক ফোরামের সভাপতি মশিউর রহমান মিঠু, সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সদস্য মোস্তফা মুকুল, মোহাম্মদ রসু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার উপজেলা সদরস্থ পথশিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন প্রজ্জ্বলনের মাধ্যমে পথশিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আঃ মান্নান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রজ্জ্বলনের নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর জানান, প্রতিবছরের ন্যায় এবছরও ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়