প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর পৌরসভায় সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পাটোয়ারীসহ সকল মরহুমের জন্য মিলাদ ও দোয়া](/assets/news_photos/2023/01/24/image-28755.jpg)
চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, গণপরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পাটোয়ারীর ২৩তম মৃত্যুবার্ষিকী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম হাওলাদারের মরহুম মাতা ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সাবেক অফিস সহকারী হাজী হানিফ মোল্লাসহ সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গত ২২ জানুয়ারি রোববার বাদ জোহর চাঁদপুর পৌরসভার উদ্যোগে পৌর ভবনস্থ তিন তলার ইবাদতখানায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভার ইবাদতখানার ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, সহকারী প্রকৌশলী সি আবুল হাসান, মোঃ নুরুল আমিন পান, পৌর প্রশাসনিক কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মফিজুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, বাজার পরিদর্শক মোঃ শাহজাহান মাঝি, কর নির্ধারক মোঃ আসাদুজ্জামান শাহরিয়ার, বাজার আদায়কারী এমদাদুল হক মিলন, নিম্নমাল সহকারী মোঃ রিয়াজ উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা ও পৌর কর্মচারী সংসদের কর্মকর্তাবৃন্দ।