প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![নারায়ণপুরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক হস্তান্তর](/assets/news_photos/2023/01/20/image-28610.jpg)
মতলব দক্ষিণে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নারায়ণপুর জোনাল অফিসের আওতাধীন বীমা গ্রাহক মৃত আব্দুস সোবহানের মৃত্যুদাবির ৭ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে কোম্পানির নারায়ণপুর জোনাল অফিসে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ই.ভি.পি. (উন্নয়ন ও মার্কেটিং) মোঃ আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারায়ণপুর জোন অফিসের ম্যানেজার কাজী মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চাঁদপুর অঞ্চলের এস.ভি.পি. (উন্নয়ন) এমএ মান্নান ও মতলব উত্তরের নিশ্চিন্তপুর জোনের ইনচার্জ রুপিয়া আক্তার।
নারায়ণপুর জোনের ডিজিএম ইমরুল খান মাসুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন কোম্পানির নারায়ণপুর জোনের এজিএম আলমগীর হোসেন পাটোয়ারী, মোঃ ইয়াছিন, উত্তর শিবপুর জোন ইনচার্জ জাহাঙ্গীর মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণপুর, নিশ্চিন্তপুর, উত্তর শিবপুরসহ বিভিন্ন জোনের কর্মকর্তা, বীমা কর্মী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।