প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ত্যাগ ও সেবা কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন স্বামী বিবেকানন্দ](/assets/news_photos/2023/01/15/image-28423.jpg)
গতকাল ১৪ জানুয়ারি শনিবার চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ব্যাপক ভক্ত সমম্বয়ে উদযাপিত হয়েছে যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬১তম শুভ জন্মতিথি উৎসব। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টা হতে ক্রমান্বয়ে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, ভজন ও স্তোত্রপাঠ, বিশেষ পূজা, হোম, ভজন সঙ্গীত, স্বামীজির প্রতিকৃতিসহ আশ্রম পরিক্রমা ও পুষ্পাঞ্জলি প্রদান কার্যক্রমসহ দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় ‘স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর’ শীর্ষক আলোচনা সভা।
আলোচনা সভায় আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ সভাপ্রধানের বক্তব্যে বলেন, ত্যাগ ও সেবা কার্যক্রমের মধ্য দিয়েই স্বামী বিবেকানন্দ মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে চেষ্টা করেছেন। তিনি মানুষের মাঝেই ঈশ্বরকে খুঁজেছেন আর প্রাচ্য সভ্যতাকে প্রাধান্য না দিয়ে মানবতাকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, বহু রূপ সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তিনি বিশ্ব দরবারে মানবতার কথা তুলে ধরেছেন, মানুষকে ভালোবাসতে না পারলে, মানুষের কল্যাণে কাজ না করলে ঈশ্বর সাধনা হবে না। তিনি জাতিগতভাবে কোনো সম্প্রদায়কে বিভক্তির চোখে না দেখে সকলকে এক করে দেখেছেন আর সাম্প্রদায়িকতা দূরে ঠেলে দিয়েছেন। সকল সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন নিপীড়িত মানুষের জন্যে। প্রচার করেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শ। আজ মানবতার আদর্শ নিয়ে রামকৃষ্ণ আশ্রম সেবা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে দেশ-বিদেশে। রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিষ্ঠিত রামকৃষ্ণ আশ্রমের আজ ১২৫ বছর পূর্তি। সেবা কার্যক্রমের মধ্য দিয়েই আশ্রমটি এগিয়ে যাচ্ছে, যার লক্ষ্য হলো ত্যাগ ও সেবা। এ সেবা কার্যক্রম পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেশ চন্দ্র লোধ। আরো বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মানব মিশ্র, চাঁদপুর মেরিন একাডেমীর ইনস্ট্রাক্টর সৌরদীপ খাস্তগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রম ও মিশনের ভবানীশানন্দ মহারাজ। আলোচনা সভা শেষে আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন মিলন কুমার আইচসহ শিল্পীগণ। অনুষ্ঠানসমূহে ভক্তদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।