প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার ভাণ্ডাররক্ষক ফয়সাল শেখের পিতা পুরাণবাজারের ব্যবসায়ী মোহাম্মদ শেখ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
মোহাম্মদ শেখ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবর শুনে চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ মরহুমের বাড়িতে যান এবং স্বজনদের সান্ত¡না দেন। এদিন বাদ আসর মরহুমের জানাজার নামাজ পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী শেখ বাড়ি (পৌর কাউন্সিলর আঃ মালেক শেখের বাড়ি) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।