প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্রলীগের দু গ্রুপের নেতৃবৃন্দ চারভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করেছে। তাদের এই ভাগে ভাগে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কারণে পুলিশকে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে শহরজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টহল দিতে হয়েছে।
জানা গেছে, চাঁদপুর জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী নিজেদের অনুসারী নিয়ে পৃথকভাবে অনুষ্ঠান করে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান কর্তৃক ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আল-আমিনও পৃথকভাবে তাদের অনুষ্ঠান করে।
মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীর নেতৃত্বে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রা করে উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
অন্যদিকে সংসদ সদস্য কর্তৃক মনোনীত উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হামান পাটওয়ারী, পৌর ছাত্রলীগ সভাপতি আলী নেওয়াজের নেতৃত্বে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বুধবার সকালে অনুষ্ঠিত হয়। পরে যুবলীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ওইদিন বিকেলে সংসদ সদস্য মনোনীত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ও সহ-সভাপতি এমরান গাজীর নেতৃত্বে পৃথকভাবে শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের বিভক্তির কারণে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়েছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিপুলসংখ্যক ফোর্স মোতায়েনসহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো শহরে পুলিশি টহল অব্যাহত ছিলো। বিষয়টি স্বীকার করে থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন ছিলো। তবে কোনো ঝামেলা ছাড়াই সকলেই তাদের কর্মসূচি শেষ করেছে।