বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

বালিথুবায় এমএ হান্নানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
এমরান হোসেন লিটন ॥

প্রতি বছরের ন্যায় এ বছরও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নানের অর্থ সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তার এই শীতবস্ত্র তার প্রতিষ্ঠিত আলহাজ্ব এমএ হান্নান মানব কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও এমএ হান্নানের সুস্থতা কামনায় বিতরণ করা হয়। গত ১৪ দিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৫ হাজার কম্বল ও সুয়েটার বিতরণের লক্ষ্য নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নে তিনটি পয়েন্টে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমএ হান্নানের অনুপস্থিতিতে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সির নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাবেক পৌর প্রশাসক, পৌর বিএনপির সাবেক সভাপতি ভিপি মঞ্জিল হোসেন, ১নং বালিথুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউপি সদস্য মিজান কাজী, বিপ্লব মুন্সী, বিএনপি নেতা সালেহ আহমেদ কবিরাজ, বাবুল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য মামুনুর রশিদ, যুবদলের নেতা শাহআলম হাওলাদার, জহিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন পাটওয়ারী, আজিম পাটওয়ারী, সুমন কারী, আলাউদ্দিন গাজী, মোরশেদ হোসেন, সুমন, শাহপরান, আমজাদ হোসেন, ছাত্রনেতা মাইনউদ্দিন জনি, জাহিদ হাচান, আল-আমিন, আঃ রহমান, মুশফিক, শ্রমিক দলের নেতা ওবায়েদ উল্লা, কবির ঢালীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়