প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার আলুবাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৩ জানুয়ারি আনুমানিক বেলা ২টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক আলুবাজার ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুরগামী ১টি স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন।
কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।