প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
প্রায় ঘন্টাখানেক ধরে খোঁজ করার পর নিজ বাড়ির পুকুরে মিললো শিশু কাদেরের (৪) লাশ। এর আগে সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় হয় শিশুটি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর আমির বাড়িতে। নিহত কাদের ওই বাড়ির সেলিনা বেগম ও রফিকুল ইসলাম দম্পতির সন্তান।
স্থানীয়রা জানান, এদিন সকালে নিজ বাড়ির উঠানে খেলা করে শিশুটি। খেলারত অবস্থায় সবার অগোচরে নিখোঁজ হয় শিশুটি। প্রায় ঘন্টা ধরে খোঁজ করার পর শিশুটির লাশ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আমরা বিষয়টি জানার পর ফোর্স পাঠিয়েছি।