প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![আজ বিজয় মেলায় স্মৃতিচারণ করবেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুছ](/assets/news_photos/2023/01/02/image-27906.jpg)
আজ ২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুরের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে স্মৃতিচারণ পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করবেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি ও মেলার চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। স্মৃতিচারণ অনুষ্ঠানে সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং সুধিজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ ও স্মৃতিচারণ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার।