প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![লেডি প্রতিমা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই উৎসব](/assets/news_photos/2023/01/02/image-27900.jpg)
রোববার (১ জানুয়ারি ২০২৩) চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুন্দর ও আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়। উক্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এমএ মাসুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য দুলাল চন্দ্র দাস, দাতা সদস্য জাকির হোসেন চৌধুরীসহ অন্য সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অতঃপর শিক্ষার্থী-শিক্ষক, অতিথিবৃন্দসহ প্রধান অতিথি ৩০ পাউন্ডের এক বিশাল কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুল হক।