বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান ভাংচুর শিরোনামে ২৩ ডিসেম্বর দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় আমার নাম জড়িয়ে প্রকাশিত একটি মিথ্যা সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। মূলত প্রকৃত ঘটনা আড়াল করে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে মনগড়া উক্ত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকৃত ঘটনা হচ্ছে, ফরিদগঞ্জের গাব্দেরগাঁও গ্রামের শফিক মৃধা ও আমির হোসেন মৃধা, সর্ব পিতা মৃত মোখলেছুর রহমান আমরা সহোদর ভাই। আমার ভাই আমির হোসেন মৃধা এলাকায় একজন মামলাবাজ ও বিতর্কিত ব্যক্তি। আমার বাবা মোখলেছুর রহমান জীবিত থাকাবস্থায় আমার বড় ভাই আমির হোসেন মৃধার ব্যবহারে অতিষ্ঠ হয়ে আমাদের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়েছেন। এ নিয়ে আদালতে মামলা দিয়েছিল আমির হোসেন মৃধা। কিন্তু উক্ত মামলায় সেই সময়ে চাঁদপুর আদালতের বিজ্ঞ বিচারক বেগম শর্মিলা রায় লাভলী সাক্ষ্য-প্রমাণ নিয়ে তার দেয়া রায়ে উল্লেখ করেছেন যে, আমির হোসেন মৃধা তার বাবার অবাধ্য সন্তান ছিল। আমির হোসেন মৃধা তার বাবা-মায়ের সথে ভালো ব্যবহার করতেন না। এমনকি তার বৃদ্ধ বাবা-মায়ের সেবা যত্ন কিংবা পরিচর্যা করতেন না। শফিক মৃধার বিরুদ্ধে আমির হোসেন মৃধার দায়ের করা দুটি মামলাই আদালত ইতিপূর্বে খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, তিনি আমার গ্রামের একটি মসজিদের সচিব হতে আমার সাথে নির্বাচন করেছিলেন। এ নির্বাচনে বিতর্কিত ব্যক্তি আমির মৃধা পেয়েছেন মাত্র ৩ ভোট। আর আমি ৩০ ভোট পেয়ে সচিব নির্বাচিত হয়েছি। সেই মসজিদের সভাপতি হলেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাই আমার বাবা মোখলেছুর রহমানের রেজিস্ট্রি করে দেয়া জায়গায় থাকা আমার দোকানঘর ক্ষমতার জোরে জোরপূর্বক দখল করে এখন মিথ্যা ঘটনা সাজিয়ে আমির হোসেন মৃধা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি তার এমন অনৈতিক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক

(স্বাক্ষরিত)

শফিকুর রহমান মৃধা

জিডি ১৪২৪/২২

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়