বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিশ্বের সর্বত্র মানবসেবা কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে রামকৃষ্ণ আশ্রম ও মিশন
বিমল চৌধুরী ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ৩ দিনব্যাপী ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শুভ কল্পতরু ও বার্ষিক উৎসব শুরু হয়েছে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে। এ উপলক্ষে গতকাল ১ জানুয়ারি রোববার ছিলো আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টা থেকে ক্রমান্বয়ে মঙ্গলআরতি, সমবেত প্রার্থনা, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পূজা, ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ভজন সঙ্গীত ও সকাল সাড়ে ১১টায় শ্রী রামকৃষ্ণদেবের প্রতিকৃতি সহকারে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভোগ, পুষ্পাঞ্জলি ও হোম এবং শ্রী রামকৃষ্ণ জীবন ও কল্পতরু দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুদের সঙ্গীতানুষ্ঠান এবং চট্টগ্রাম থেকে আগত ড. সুজিত দাসের পরিচালনায় পদাবলি কীর্ত্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রী রামকৃষ্ণ জীবন এবং কল্পতরু দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) প্রশান্ত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ। কুমিল্লা শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজের সভাপ্রধানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, ঢাকা রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ, হবিগঞ্জ মাধবপুর কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) পংকজ কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সদস্য শিক্ষক সুজিত চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শ ও চিন্তাধারা ব্যাপকভাবে তুলে ধরে বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শিব জ্ঞানে জীব সেবা করতে চেয়েছিলেন। তিনি মানবসেবাকেই বেশি প্রাধান্য দিয়েছেন, সেবার মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজতে চেষ্টা করেছেন। মানবতা আর মানবসেবাই ছিল তাঁর মূল লক্ষ্য। আমরা যদি মানবিক না হই, তাহলে আমাদের ঈশ্বর সেবা হবে না। কারণ, জীবের মাঝেই রয়েছেন ভগবান। বক্তারা আরো বলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মানবসেবা কার্যক্রম সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদপুর শহরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ জড়ো হন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে। তাদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। আশ্রম কর্তৃপক্ষ বিদেশী ভক্তদের থাকা খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়