সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর ক্রিকেট দলকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রামে ইয়াং টাইগার্স অনূধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠা চাঁদপুর দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তাগণ।

চাঁদপুরের দলটি বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠার পর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়েছেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদপুরের দলের জন্যে ঘোষণা করেছেন দলটি চ্যাম্পিয়ন হতে পারলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের জন পুরস্কারের ব্যবস্থা করা হবে। চাঁদপুরের দলটি এ টুর্নামেন্টে রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবানকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ও কর্র্মকর্তারা হলেন : আবরার রশিদ সাফি, ফারহান মাহাতাব শাওন, সৈয়দ আলম মাহাজ, আদিল আরহাম, আবদুল্লাহ আল জুবায়ের মামুন, জুবায়ের আহম্মেদ খান, আব্দুল্লা আর ফাহিম, ফারদিন হোসাইন, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, নেহাল আহমেদ, ইশতিয়াক আহমেদ, আরাফাত মাহিন ও তৌহিদুল ইসলাম। দলের কোচ : পলাশ কুমার সোম ও টিম ম্যানেজার ফয়সাল সানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়