বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

২৩ ডিসেম্বর শুক্রবার চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব জেলা-৮-এর কনভেনশন। চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। উদ্বোধন করেন খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের জেলা জজ এপেক্সিয়ান আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ ইলিয়াছ জসিম, এনভিপি এপেঃ মাহমুদুল হক সাবু, আইপিএনপি এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, এলজিপি এনপি এপেঃ এডঃ সৈয়দ নুরুর রহমান, এনজিপি এনপি এপেঃ কাদের নেওয়াজ, এলজি এপেঃ মোশাররফ হোসেন মিশু, এলজি এপেঃ ডাঃ মজিবুর রহমান, এলজিপিএনপি এপেঃ সালাউদ্দিন মাহমুদ, পিএনপি এপেঃ খোরশেদুল আলম অরুণ, কনভেনশনের চেয়ারম্যান এপেঃ এডঃ এমরান হোসেন, সেক্রেটারি এপেঃ অ্যাডঃ আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া এপেক্স-৯ জেলার নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন। কোরআন তেলাওয়াত করেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের সিনিয়র সহ-সভাপতি এপেঃ ওমর ফারুক।

জেলা-৮-এর কনভেনশনের সার্বিক দায়িত্ব ও পরিচালনা করবেন জেলা-৮ গভর্নর এপেঃ এডঃ জাকির হোসেন ফয়সাল। প্রথমার্ধে জেলা-৮-এর ক্লাব রিপোর্ট উপস্থাপন করা হয়।

কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ৪ শতাধিক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন। কনভেনশন উপলক্ষে এপেঃ শেখ মহিউদ্দিন রাসেলের সম্পাদনায় একটি আকর্ষণীয় স্মরণিকা বের করা হয়।

কনভেনশনের দ্বিতীয় পর্বে জেলা-৮-এর আগামী ২০২৩ সালের ডিজি নির্বাচিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ক্লাবের সদস্য এপেঃ অ্যাডঃ এমএইচ সরকার পাশাকে জেলা-৮-এর ডিজি নির্বাচিত করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে সেরা সার্ভিস করায় ক্লাব ও ব্যক্তি পর্যায়ে অ্যাওয়ার্ড দেয়া হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কনভেনশনের কার্যক্রম সমাপ্ত হয়।

এপেক্স ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে কনভেনশনটি অনুষ্ঠিত হয়। এপেঃ অ্যাডঃ এমরান হোসাইন চেয়ারম্যান ও এপেঃ অ্যাডঃ আবুল কালাম আজাদ কনভেনশন কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

উক্ত কনভেনশন সফলভাবে সম্পন্ন করার জন্য জেলা-৮-এর বর্তমান ও বিদায়ী গভর্নর এপেঃ অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি এপেঃ অ্যাডঃ এসএম নাজিম উল্যাহ বাপ্পি এবং সেক্রেটারি শেখ মহিউদ্দিন রাসেল সবাইকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়