প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে রেনেসাঁ মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও রেনেসাঁ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবেব সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ডাঃ ইমাম হোসেন সৌরভ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ব্যবসায়ী রেজাউল করিম, জহির হোসেন প্রমুখ।
অজপাড়াগাঁও খাজুরতলা এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত মানসম্মত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমীর পরিচালনা পরর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা, আচরণ-আচরণে ও সঠিক পাঠদানে সন্তুষ্ট হয়ে বিদ্যালয়টির সফলতা কামনা করেছেন অভিভাবক ও অতিথিরা।