প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুরে বিএনপির গায়েবানা জানাজা](/assets/news_photos/2022/12/26/image-27612.jpg)
গণমিছিল কর্মসূচি পালনকালে পঞ্চগড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বোদা উপজেলার ময়দান দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরফিন নিহত হওয়ার প্রতিবাদে চাঁদপুরে বিএনপির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বাদ আসর এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে জেলা বিএনপি। চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ অঙ্গ-সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
জানাজার নামাজপূর্ব আলোচনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেন, ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পঞ্চগড় বিএনপির গণমিছিলে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে বোদা উপজেলার ময়দান দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরফিন নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে গায়েবানা জানাজার কর্মসূচি পালন করা হয়েছে।
জানাজায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, বিএনপি নেতা ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক ছলেমান ঢালী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ অংশ নেন।