প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এটি বৃহস্পতিবার উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন রায়চোঁ বাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভূমি উন্নয়ন কর আদায়ের বিশেষ ক্যাম্প চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানে নির্দেশে প্রত্যেকটি ইউনিয়নে চলমান রয়েছে।
এদিন দুপুর ১টায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ক্যাম্পটি পরিদর্শন করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি কর আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বনাথ দাস, ভূমি উপ-সহকারী কর্মকর্তা এসএম টিটু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, অফিস সহায়ক কামাল হোসেন, রাশেদুল আলম ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।