প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী পক্ষকাল ধরে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী দিনে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব (ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮, বাংলাদেশ) মানবাধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ক্লাব প্রেসিডেন্ট মাহমুদা খানমের বাসভবনে। সেক্রেটারী ডালিয়া খানমের সঞ্চালনায় এবং প্রেসিডেন্টের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা বেগম, পাস্ট প্রেসিডেন্ট তাসলিমা সুলতানা ও তাসনুভা রহমান, সহ-সভাপতি রওশন আক্তার ও মিতু আক্তার, সেক্রেটারী ডালিয়া খানম, ট্রেজারার মিথিলা শারমিন, আইএসও আফরোজা আক্তার, এডিটর নাছরিন আক্তার, সদস্য রুবিনা মারিয়ম, ফাহমিদা নজরুল, নুরজাহান সেতু উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ৫ জন শিশু এবং ১০ জন নারীকে কম্বল, শীতের চাদর ও নগদ অর্থ প্রদান করা হয়। সবশেষে ক্লাব ট্রেজারার মিথিলা শারমিনের জন্মদিনের কেক কেটে সবাইকে আপ্যায়ন করা হয়।