প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মতলবে অসহায় ও এতিমদের মাঝে পায়জামা-পাঞ্জাবি বিতরণ](/assets/news_photos/2022/12/08/image-26955.jpg)
মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের শ্বশুর হাজী মোঃ মহিউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় বাবুরপাড়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা, লিল্লাহ বোডিং এতিমখানায় অসহায় ও এতিমদের মাঝে পায়জামা-পাঞ্জাবি বিতরণ করা হয়। ৭ ডিসেম্বর সকালে এ পায়জামা ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি মোঃ রিপন পাটোয়ারী, মোঃ সেলিম মিয়াজী, পৌর যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান বাবু, মোঃ বাদল ফরাসি, মোঃ তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডে সভাপতি মোঃ মইন উদ্দিন, ১নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৭নং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্যে দোয়া করা হয়।