বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ৫শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌর এলাকা থেকে ৫শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পাপ্পু চন্দ্র সাহা (২৫) উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর এলাকার নিপু চন্দ্র সাহার ছেলে। বর্তমানে সে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের ভাড়াটিয়া ও শাহাদাত হোসেন (২৭) হাজীগঞ্জ পৌরসভাধীন পশ্চিম মকিমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উল্যাহসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ফায়ার সার্ভিসের পশ্চিমণ্ডদক্ষিণ পার্শ্বে আনোয়ার হোসেনের বাড়ির সামনে হতে মাদক কারবারি পাপ্পু চন্দ্র সাহা ও শাহাদাত হোসেনের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ এবং তাদের দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

একই দিনরাতে আটককৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়