প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শিশু মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না](/assets/news_photos/2022/12/08/image-26950.jpg)
মরিয়ম আক্তার (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাটস্থ ধনপর্দ্দি গ্রামের হাজরা বাড়ির আব্দুল আলীম হাজরার মেয়ে মরিয়ম আক্তার গত ১৯ আগস্ট ২০২২ তারিখ বিকেল সাড়ে ৪টায় বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত ফিরে আসেনি। নিকটাত্মীয়সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মেয়েটির বাবা আব্দুল আলীম হাজরা পরদিন ২০ আগস্ট ২০২২ চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং ১৩০৬।
মরিয়ম আক্তার ওরফে ফাতেমার বয়স ৯ বছর। উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি; স্বাস্থ্য : হালকাণ্ডপাতলা; গায়ের রং : উজ্জ্বল শ্যামলা; মুখণ্ডল : গোলাকার; চুল : মাঝারি লাল রঙের; পরনে নীল রঙের মেগি জামা ও খাকি রঙের পায়জামা ছিলো। মরিয়ম চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ মেয়েটির সন্ধান পেলে ০১৬১১৪৯২৩৫২ উক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মেয়েটির বাবা আব্দুল আলীম হাজরা।
জিডি ১০১৯/২২