প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০
শোকাবহ আগস্ট মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করলেন নবগঠিত চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ মোঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ৩১ জুলাই রাতে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নেতৃবৃন্দ। এরপর রাত ১২টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা ও চলমান লকডাউনের কারণে একেবারেই সীমিত পরিসরে এই কর্মসূচির শুরুতে সংগঠনের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম হত্যার শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও দেশরতœ শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। উভয়ই এ সময় করোনা থেকে রক্ষায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
পরে নেতৃবৃন্দ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন জেলা ছাত্রলীগ নেতা শহীদ জিয়াউর রহমান রাজুর কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটোয়ারী, জসিম উদ্দিন রাসেল, মাইনুদ্দিন আরিফ সুমন, যুগ্ম সম্পাদক কাউছার আহমেদ ও মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।