প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্লাসরুমে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখ, মোঃ ফারুক মজুমদার, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রিপন, মিঠুন ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের সভাপতি পলাশ কুমার দে, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ১৪নং ওয়ার্ডের কাজী মাওলানা আব্দুর রউফ খান।