প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার প্রসিদ্ধ ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হাজীগঞ্জ। ভৌগোলিক কারণে সড়কপথ, রেলপথ ও নৌপথ বেষ্টিত হাজীগঞ্জ উপজেলার রাজনৈতিক গুরুত্ব কোনো অংশে কম নয়। রাজনৈতিকভাবে এখানকার প্রধান ব্যক্তিত্ব চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-চাঁদপুর) নির্বাচনী এলাকার সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরই হাত ধরে এখানকার রাজনীতিতে সুফল বইছে। গত শুক্রবার ও শনিবার পৌর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখানে যারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন তাদের সবার জনপ্রিয়তা দিন দিন আকাশচুম্বী হয়ে উঠেছে। যার জ্বলন্ত প্রমাণ সদ্য সমাপ্ত সম্মেলনগুলো। সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে যারা আসীন হয়েছেন, তারা সবাই একাধিকবার নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত হলেন গাজী মাঈনুদ্দিন। ২০০৬ সালের ৬ মার্চ তিনি প্রথমবারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সে সময় ওই কমিটির সভাপতি পদ পেয়েছিলেন অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার (বর্তমানে মরহুম)। ২০১২ সালের ২৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন গাজী মাঈনুদ্দিন। উক্ত কমিটির সভাপতি হন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। সর্বশেষ গত শনিবার ২৬ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন গাজী মাঈনুদ্দিন। একই কমিটিতে ২য়বারের মতো সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। গাজী মাঈনুদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আ. স. ম. মাহবুব উল আলম লিপন ২০০৫ সালের ২৫ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেই সময় সাধারণ সম্পাদক ছিলেন মরহুম মোশারফ হোসেন বাবুল। ২০১০ সালের ২৬ জানুয়ারি তৃণমূলের ভোটে নির্বাচিত হন আ. স. ম. মাহবুব উল আলম লিপন, আর সাধারণ সম্পাদক হন সৈয়দ আহমেদ খসরু। সর্বশেষ চলিত বছরের ২৫ নভেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন লিপন। উক্ত কমিটিতে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হন হায়দার পারভেজ সুজন। মাহবুব উল আলম লিপন বর্তমান পৌর পরিষদসহ টানা দুবার পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।