রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০০:০০

৩০ দিনে ৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে
কামরুজ্জামান টুটুল ॥

মাত্র ৩০ দিনে অবৈধ ড্রেজারের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে ৭ লাখ টাকা। ৯টি ড্রেজারের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থ আদায় করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। জরিমানা প্রদানকারী মালিকদের এ সকল ড্রেজার হয় জব্দ করা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী এই সকল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও জলাধার তথা খাল পুকুর ভরাট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত জুলাই জুড়ে অভিযান পরিচালনা করে। জুলাই মাসের প্রথম দিক থেকে শুরু হয়ে গত ৩০ জুলাই পর্যন্ত পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি মাঠে অবৈধ ড্রেজারের ওপর এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে উপজেলার সর্ব উত্তরে রাজারগাঁও আবার সর্ব দক্ষিণে দেশগাঁও কোনো মাঠ বাদ যায়নি ড্রেজার জব্দ করা থেকে। আর এ সকল মাঠ চষে বেড়িয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজাগাঁওয়ে ড্রেজার জব্দকালে সরকারি কর্মকর্তাকে নাজেহাল করার দায়ে মামলা করা হয়। এতে করে ড্রেজার মালিক মিজানুর রহমান ওরফে কেরফা মিজানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩১ জুলাই দেশগাঁও কৃষি মাঠে ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা দেন স্থানীয় আব্দুর মজিদ মাস্টারের ছেলে আব্দুল আজিজ। গত ৩০ জুলাই বড়কুল পূর্ব ইউনিয়নের দিঘচাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন জরিমানা দেন ১ লাখ টাকা। ১৯ জুলাই হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর এলাকায় ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে এমরান মৃধাকে নগদ ৫০ হাজার টাকা, ১৮ জুলাই কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিলে নুমান মিজি ও স্বপন মজুমদারকে দেড় লাখ টাকা, ১৫ জুলাই বৃহস্পতিবার মৈশাইদ মোঃ ফরহাদ হোসেন মজুমদার ও কৃষি জমির মালিক মর্জিনা আক্তারকে ১ লাখ টাকা, ১৪ জুলাই দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে মোঃ আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা, ১৩ জুলাই পৌরসভাধীন বদরপুর আরিফকে ৫০ হাজার টাকা, ৭ জুলাই হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে শরিফুল ইসলাম এবং কৃষি জমির মালিক মোঃ সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসব মিলিয়ে আদায়কৃত ৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবর্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার জানান, যেখানে ড্রেজার চলবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়