মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

শেখ হাসিনার সহায়ক শক্তি হিসেবে যুবলীগ মুখ্য ভূমিকা পালন করতে পারে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, যুবলীগ হলো আওয়ামী লীগের প্রাণ। তাই আগামীর বাংলাদেশ গড়তে যুবলীগকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলছেন। তাঁর সহায়ক শক্তি হিসেবে যুবলীগ মুখ্য ভূমিকা পালন করতে পারে। শুধু চাকুরির আশায় না থেকে উদ্যোক্তা হতে হবে। তবেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শান্তি সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

পৌরসভা মাঠে বিজয়মেলা মঞ্চে আয়োজিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, আমাদের সামনের দিনগুলো অনেক গুরুত্ববহ। তাই কোনো ভেদাভেদ না রেখে আমাদের এক ও ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী ও বিএনপি-জামাতরা আবারো দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। তাই তাদের মোকাবেলায় আমাদের এক হয়ে কাজ করতে হবে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আল আমিন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, খাজে আহমেদ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য আলী আক্কাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়