প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের নতুনভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম। সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, আনোয়ার হোসেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন মিজি, অ্যাডঃ কামরুল ইসলাম, জানিবুল হক জুয়েল, আল আমিন প্রমুখ। পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পাটওয়ারী।
উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, যোগ্য নেতৃত্ব তৈরি করতে হলে ভালো লোকদের সদস্য সংগ্রহ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান যাকেই নৌকা নিয়ে পাঠাবেন আমরা তার পক্ষেই কাজ করবো এবং বিজয় নিয়ে ঘরে ফিরবো।