মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে বিদেশী হুইস্কিসহ গ্রেপ্তার ১
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকা থেকে ১০ বোতল বিদেশি হুইস্কিসহ মোঃ ইয়াছিন সরকার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৩ নভেম্বর গ্রেপ্তারকৃত মোঃ ইয়াছিন সরকারকে চাঁদপুর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। ২২ নভেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দশআনী বোরহান মেম্বারের বালুর গদির উত্তর পাশে সরকার বাড়ির পাশে সরকার বাড়ি রাস্তার পূর্ব মাথায় বেড়িবাঁধ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন সরকারের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়। মোঃ ইয়াছিন সরকার উপজেলার উত্তর দশানী গ্রামের মোস্তফা সরকারের ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল হকসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দশআনী বোরহান মেম্বারের বালুর গদির উত্তর পাশে সরকার বাড়ির পাশর্^স্থ রাস্তার পূর্ব মাথায় বেড়িবাঁধ পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন সরকারের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়