প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের শোক](/assets/news_photos/2022/11/24/image-26370.jpg)
চাঁদপুর সদর উপজেলাধীন আমানউল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আইএসও আফরোজা পারভীন-এর বাবা এবং চাঁদপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের শ্বশুর, শাহরাস্তির সূচিপাড়া নিবাসী আলহাজ্ব মোঃ আবদুল হাতেম মিজি গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টায় কুমিল্লা হস্পিটালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে .... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার মেয়ে ও দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। মরহুমের জানাজার নামাজ গতকাল সকাল ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আইএসও আফরোজা পারভিনের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন, শোক সন্তপ্ত পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন উক্ত ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম ও সেক্রেটারী ডালিয়া খানমসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।