প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ তোফাজ্জল হোসেন উক্ত আদেশে স্বাক্ষর করেন। এ আদেশের প্রেক্ষিতে বৈশাখী বড়ুয়া গত ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কাজ করেন।
উল্লেখ্য, পরিকল্পনা কমিশনে যোগদানের পূর্বে বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৩ বছর কাজ করেছেন। করোনাকালীন মহাদুর্যোগের শুরুর দিকে লকডাউন সফল করতে গিয়ে তিনি দুই বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ, অপেক্ষাকৃত অস্বচ্ছল মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, বেসরকারি উদ্যোগে ঘর নির্মাণের জন্য জনপ্রশাসন পদক অর্জন এবং ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনেক খ্যাতি লাভ করেন তিনি। মূলত এসব কারণে তিনি হাজীগঞ্জবাসীর মনে স্থান করে নিয়েছেন।