প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
![মতলব উত্তরে আইসিটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ](/assets/news_photos/2022/11/10/image-25790.jpg)
মতলব উত্তর উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে একমাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড্ রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বেকার যুব ও যুব মহিলারা অংশ নেন। অংশগ্রহণকারীদেরকে নিয়ে বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে একমাস প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপ্রধানে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এএসপি সার্কেল আবুল কালাম চৌধুরী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন প্রমুখ।