প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মুক্তির বুয়েটে ভর্তি](/assets/news_photos/2022/11/10/image-25788.jpg)
চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মুক্তি বুয়েটের ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিভাগে পড়াশোনার সুযোগ পাওয়ায় ৮ নভেম্বর চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষবৃন্দের দোয়া নিতে আসেন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৮ জনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মহিলা কলেজ পরিবার শিক্ষার্থীদের এমন সাফল্যে গর্বিত।