রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০০:০০

পিংড়া শ্রীকৃষ্ণের রাস মন্দিরে ২৪ প্রহরব্যাপী হরিনাম কীর্ত্তন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ ও জাতির কল্যাণ কামনায় মতলব দক্ষিণ উপজেলার পিংড়া সরকার বাড়ির শ্রীকৃষ্ণের রাস মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ২৪ প্রহরব্যাপী (৩ দিন) হরিনাম কীর্ত্তন, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহাপ্রসাদ বিতরণ। গত ৫ নভেম্বর শনিবার অরুণোদয় হতে ৮ নভেম্বর পর্যন্ত চলে এই মহতী অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী কানাই সরকার (মাস্টার) এবং নামযজ্ঞ পরিবেশন করেন শ্রী শ্রী ওঁকার সম্প্রদায় (বরিশাল), শ্রী শ্রী আদিপাগল সম্প্রদায় (বরিশাল), শ্রী গোপাল সংঘ সম্প্রদায় (সিলেট), শ্রী দেবী সরস্বতী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী কৃষ্ণ পূজা সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী রাম সংঘ সম্প্রদায় (চাঁদপুর)। অনুষ্ঠানে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ব্যাপক ভক্তসমাগম পরিলক্ষিত হয়।

গত ৭ নভেম্বর সোমবার দুপুরে মহাপ্রভুর ভোগরাগ, আরতিকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ ও গতকাল ৮ নভেম্বর ভোরে কুঞ্জভঙ্গ, দধিভা- ভঙ্গ ও নগর কীর্তনের মধ্য দিয়ে ৯৯তম সার্বজনীন হরিনাম কীর্ত্তনসহ উৎসবের শুভ সমাপ্তি ঘটে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ও ব্যাপক ভক্তসমাবেশ ঘটায় আগত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক প্রতিবছর যাতে এমনি করে দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করা যায় সেজন্য সকলের কাছে বিনম্র আশীর্বাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎসব কমিটির সভাপতি ডাঃ দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাস্টার মানিক রঞ্জন সরকার, সদস্য শিক্ষক গনেশ চন্দ্র দাস, সুজন সরকার, বিপ্লব চন্দ্র সরকার, অসিত চন্দ্র সরকার, গোপাল চন্দ্র সরকার, রনি সরকার, শ্যামল চন্দ্র সরকার, দুলাল চন্দ্র দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়