প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনসহ ৭১ জনের প্রার্থিতা বৈধ](/assets/news_photos/2022/11/08/image-25689.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, মেম্বার পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২জনসহ মোট ৭১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। সোমবার (৭ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের কামরুল হাসান নামে একজনের মনোনয়ন বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের কামরুল হাসানের স্বাক্ষর সংক্রান্ত কারণে মনোনয়ন বাতিল হয়েছে। অন্য সকলের মনোনয়ন বৈধ হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন : চেয়ারম্যান পদে ৯ জন। আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী, মোঃ ফারুক আহমেদ, শেখ মোদাচ্ছের অপু, হোসাইন আহমেদ রাজন শেখ, রমজান আলী খান, মোঃ হেলাল উদ্দিন, কাজী ইকবাল হোসেন পিন্টু ও রেজাউল করিম সবুজ। সদস্য পদে ১নং ওয়ার্ডে ৮জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৭জন, ৪নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ৬ জন। সংরক্ষিত ১নং ওয়ার্ডে (মহিলা) ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন ও ৩নং ওয়ার্ডে ৩জন।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।