রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০০:০০

খেলার মাঠটি যেনো খেলার মাঠই থাকে...
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি অনেকদিন যাবত হকার ও ভ্রাম্যমাণ দোকানিদের দখলে। সেখানে অস্থায়ীভাবে চটপটি ও নানা রকমের হকারসহ খাদ্য সামগ্রীর দোকান বিস্তৃত ছিল। দুপুরের পর থেকেই পসরা নিয়ে বসতেন এ সমস্ত দোকানিরা। রাত দশটা পর্যন্ত চলতো তাদের একটানা বেচা-কেনা। নানা বয়সী ছেলে-মেয়ে ও মধ্য বয়সীরা এখানে ভিড় করে থাকে। নানা শ্রেণী-পেশার নারী-পুরুষের আগমন ঘটে এখানে। বলতে গেলে পুরো মাঠ তাদের দখলে থাকতো। তখন কেউ এসে বলার উপায় ছিলো না যে, এটি একটি খেলার মাঠ। মনে হতো অস্থায়ী একটি বাজার। চাঁদপুর শহরের অন্যতম উন্মুক্ত খেলার এ মাঠটির অবস্থা দেখে মনে হতো যেন তাদের জন্যই এ মাঠ। দোকানদারি শেষ করে তারা দোকানগুলো আবার এখানেই তালাবদ্ধ করে রেখে যেতো। পরেরদিন এসে আবার পসরা সাজাতো। যেনো তাদের জন্যই নির্ধারিত এটি। যেখানে ছেলে মেয়েরা খেলাধুলা করবে, সে খেলাধুলার স্থানটি তারা করেছে ভ্রাম্যমাণ বাজারে পরিণত। গতকাল ৭ নভেম্বর বিকেলে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে পৌর কর্মকর্তা-কর্মচারীগণ এই মাঠের হকারদের উচ্ছেদ করলেন। উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, কর নির্ধারক আসাদুজ্জামান শাহরিয়ার, আদায়কারী এমদাদ হোসেন মিলন, শাঁটলিপিকার মোঃ রিয়াজ উদ্দিন, নিম্নমান সহকারী মোঃ রিয়াজ প্রমুখ।

উচ্ছেদ পরবর্তী অনেকেই পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, খেলার মাঠটি যেন খেলার মাঠই থাকে, মেয়রের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আবার অনেককে বলতে শোনা গেছে, এই উচ্ছেদ সাময়িকের জন্যে। তারা আবার কদিনের মধ্যেই এখানে পসরা সাজাবে। তাই সচেতন মহলের আবেদন-ছেলে-মেয়েদের এই খেলার মাঠটি যেন খেলার মাঠই থাকে। কারণ, চাঁদপুর শহরের উন্মুক্ত এই খেলার মাঠটি ছেলেমেয়েদের খেলাধুলার একটি উপযুক্ত জায়গা। পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের কাছে নিবেদন চাঁদপুর শহরের অন্যতম খেলার মাঠটি যেন পুনরায় হকারদের দখলে চলে না যায়। ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়