রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০

কচুয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
মেহেদী হাসান ॥

কচুয়ায় ১মদিনে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র ও কুরআন মাজিদ পরীক্ষায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কচুয়া উপজেলায় ৬টি এইচএসসি কেন্দ্র ও একটি আলিম কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কচুয়ায় এইচএসসি পরীক্ষার্থী ২ হাজার ১শ’ ৭৫ জন ও আলিম পরীক্ষার্থী ৫শ’ ১৯ জন। এইচএসসি ও আলিম পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬শ’ ৯৪। তন্মধ্যে ১মদিনে এইচএসসি পরীক্ষার ৫৪ জন ও আলিম পরীক্ষার ২২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট অনুপস্থিত ৭৬ জন।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্র ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেল নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মবিন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। এছাড়া নিশ্চিতপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্র, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ কেন্দ্র, সাচার ডিগ্রি কলেজ কেন্দ্র ও নিন্দপুর এমকে আলমগীর স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্ম তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়