প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০
![কোস্টগার্ডের অভিযানে ৬০০ কেজি জাটকা জব্দ](/assets/news_photos/2022/11/07/image-25633.jpg)
চাঁদপুরের মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ৬০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে স্থানীয় কোস্টগার্ড। রোববার ৬ নভেম্বর দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর দিবাগত গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীনের নেতৃত্বে চাঁদপুর মোলহেড সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাসরিফ-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
উল্লেখ্য, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলাতেও পহেলা নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৮ মাসব্যাপী জাটকা (ছোট ইলিশ) সংরক্ষণ কার্যক্রম।
১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ শিকার করা দণ্ডনীয় অপরাধ। এছাড়া এই সময়ে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।