প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদপুর পোস্ট অফিসের স্বেচ্ছায় অবসরগ্রহণকারী কর্মকর্তা অজয় কুমার রায় (৫৩) গত ৫ নভেম্বর শনিবার মৃত্যুবরণ করেন। ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি চাঁদপুর সদরের কোড়ালিয়া রোডে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। চাকরি জীবনে সর্বশেষ তিনি এসজি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।