রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০

মহান বিজয় দিবস পালনে বাগাদী ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা
সোহাঈদ খান জিয়া ॥

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও গুণিজন সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নভেম্বর রোববার বিকেলে বাগাদী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগাদী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক গাজী, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন হীরু, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন তালুকদার, ইউপি সদস্য মোশারফ হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াছ হাওলাদার প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশারফ হোসাইন খান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল গাজী, আল-আমিন, সুমাইয়া জামান সামান্তা প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন পশ্চিম সকদী মাদানীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুকবুল আহমেদ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ মোল্লা, বাগাদী ইউপির প্যানেল চেয়াম্যান জাকির হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ইউপি সদস্য মনির হোসেন গাজী, ইউসুফ শেখ, পারুল বেগম, শাহানারা বেগম ও আয়েশা বেগম।

অনুষ্ঠান সফল করতে উদ্যাপন কমিটি, রেজিস্ট্রেশন উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়