রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ১১৪
কামরুজ্জামান টুটুল ॥

গতকাল অনুষ্ঠিত এইচএসসি, বিএম ও আলিম পরীক্ষার প্রথমদিনে ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। তবে উপজেলার সকল কেন্দ্রে প্রথমদিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

প্রথমদিনের পরীক্ষায় হাজীগঞ্জে এবার ৩ হাজার ৪৯০ জন পরীক্ষায় অংশ নেবার কথা। এর মধ্যে ১১৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। ১১৪ জনের মধ্যে এইচএসসিতে ৫১ জন, বিএম পরীক্ষায় ৩০ জন ও আলিম পরীক্ষায় ৩৩ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের অনুষ্ঠিত প্রথমদিনের বাংলা পরীক্ষায় উপজেলা থেকে ২ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩৯০ জন। অনুপস্থিত ছিল ৫১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিএম পরীক্ষায় প্রথমদিনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৫৯৯ জনের মধ্যে অংশগ্রহণ করে ৫৬৯ জন। অনুপস্থিত ছিল ৩০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার প্রথমদিনে কোরআন মাজিদ পরীক্ষায় ৭৫০ জনের মধ্যে অংশগ্রহণ করে ৭১৭ জন, অনুপস্থিত ছিল ৩৩ জন।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়