প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ০০:০০
![পাইকপাড়া দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা](/assets/news_photos/2022/11/07/image-25628.jpg)
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হোসেন মিন্টু পাটওয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬ নভেম্বর রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শওকত আলী বিএসসি, সাধারণ সম্পাদক আঃ খালেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, এমপি প্রতিনিধি ইসমাইল হোসেন, সুমন খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলিম আলম রেজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষযক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম মাস্টার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামজান আলী লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল পাটোয়ারী, ছাত্রলীগ নেতা রাসেল খান নিলয়, যুবলীগ নেতা সোহাগ পাটোয়ারী প্রমুখ।