রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:০০

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এসবি সবুজ ভদ্র, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি ফারুক আহমেদ বাদল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রোটাঃ মাহমুদা খানম, খাজা এনায়েতুল্লাহ একাডেমীর অধ্যক্ষ আল্লামা খাজা জোবায়ের আহমদ, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, নবারুণ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ইতু চক্রবর্তী, সাহাবুদ্দিন স্কুলের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা প্রমুখ। সভায় আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সদর উপজেলা কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সোহরাবের পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কাউছার পাটোয়ারী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসকে দায়িত্ব প্রদান করা হয়। সভায় সকল প্রতিষ্ঠানকে একই ব্যানারে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কাজকে গতিশীল করার আহ্বান জানান সকলে। আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়