রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:০০

সমবায় আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব
প্রবীর চক্রবর্তী ॥

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিনুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকাল আমরা সমবায় বলতে মাইক্রোক্রেডিটকেই বুঝি। কিন্তু প্রকৃত সমবায় এটি নয়। এদেশের আপামর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। কারণ, যেই কাজটি একজনের পক্ষে করা সম্ভব নয়, সেটি দশজনে মিলে করলে তা সম্ভব। এদেশে বহু উদাহরণ রয়েছে সমবায়ের মাধ্যমে একটি এলাকার মানুষ কীভাবে সাবলম্বী হয়েছে। তাই প্রকৃত সমবায়ীদের খুঁজে বের করে তাদের মাধ্যমে সমবায়কে আবারো জাগিয়ে তোলাই হচ্ছে আজকের সমবায় দিবসের লক্ষ্য। আর সমবায় আন্দোলনের মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়