প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
![জেলহত্যা দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া](/assets/news_photos/2022/11/05/image-25549.jpeg)
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী, মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসানাত জুয়েল, প্রচার সম্পাদক আনোয়ার হাওলাদার, সদস্য আাবু সায়েম, কবির খান, ইকবাল, মতলব দক্ষিণ উপজেলার মহসিন প্রধানীয়া, উপাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, হাইমচর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।