শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর পৌর এলাকায় যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যুব ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর পৌর এলাকায় ইজিবাইক ও সিএনজি অটোরিকশার যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ৩ নভেম্বর বিকেলে শহরের কালীবাড়ি মোড়, হকার্সমার্কেট ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর। বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ও গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সৌরভ ও সদস্য সচিব মানিক খান। সভা পরিচালনা করেন অমিত কর।

উপস্থিত ছিলেন কবি ও লেখক রফিকুজ্জামান রণি, নাট্যকর্মী এমটি ইসলাম তাপু, শাহ আলম চৌধুরীসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি চাঁদপুর পৌর এলাকায় ইজিবাইক ও সিএনজি অটোরিকশার অযৌক্তিকভাবে ভাড়াবৃদ্ধি করা কোনোভাবেই উচিত হয় নি। সাধারণ মানুষ আজ দিশেহারা। আর্থিক দৈন্যতায় মানুষ আজ পর্যুদস্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্নীতিবাজ ও লুটেরা ছাড়া সকল মানুষ চরম সঙ্কটে রয়েছে। এর পাশাপাশি গরিব চালক ভাইয়েরাও একইভাবে সঙ্কটে আছে। তাই এ দুরবস্থায় সবাই সাফার করছে। এ জায়গায় পৌর মেয়র মহোদয় কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারতেন। তিনি যদি লাইসেন্স নবায়ন ফি ও নতুন লাইসেন্স ফি ৫০০০/- টাকায় মধ্যে জমা নেন, তাহলে এ জায়গায় মালিক-চালকদের সাশ্রয় হতো এবং তিনি পৌরসভায় সকল ধরনের চাঁদা উত্তোলন বন্ধসহ চাঁদপুর-ফরিদগঞ্জ টোল আদায় বন্ধের ব্যবস্থা নিলে ভাড়া বৃদ্ধির প্রয়োজন থাকতো না। আমরা মনে করি তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি এ বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অবিলম্বে যাত্রী হয়রানি বন্ধ করবেন।

বক্তারা আরও বলেন, একটি পরিবারের ৪/৫ জন লোক যদি যাতায়াত করেন তাহলে প্রতি পরিবারের কমপক্ষে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা অতিরিক্ত টাকা পকেট থেকে যাবে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই মানুষের কষ্ট লাঘব করতে ও সংক্ষুব্ধতা কমাতে চাঁদপুর পৌর এলাকার যাত্রীভাড়া পূর্বের জায়গায় নিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়